মৃত্যু
মোমিনুল হক আরাফাত


উৎসর্গঃ আমার সব চেয়ে প্রিয় বন্ধু সায়মা সুলতানা ইতি। যিন গত কাল রাতে আমাদের ছেড়ে মহাকালে চলে গেছেন। আসলে পৃথিবীতে ভালোমানুষেরা বেশি দিন থাকে না। তাই আমাদের ছেড়ে তিনিও চলে গেলেন। মানুষ মরণ শীল, তবে কিছু মরণ মেনে নেওয়া যায় না। আমি কখনো ভাবতেও পারি নি। আমাদেরকে সে এতো অল্প সময়ে বিদায় জানাবে। এতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম হয়। তার মতো ভালো মানুষ আমি আর দেখি নাই। হে আল্লাহ! তাঁকে জান্নাত দান করুন। আমিন!
          
   মৃত্যু
মোমিনুল হক আরাফাত


বন্ধু বিদায়! বন্ধু তোমায় জানায় বিদায়,
বন্ধু! বন্ধু বিদায় তোমায়।
চিরন্তন সত্য মেনে নিয়ে যেতে হবে ওপাড়ে,
ফিরে তো আসবে না কভু জানি,
এই রঙ্গিন ধরাতে।
তবু দেখবো তোমায় কোনো কুয়াশা ভেজা সকালে
উদিত হবে কখনো রবি হয়ে।
কে বলে তুমি মৃত্যু ?
ওরা মিথ্যা বলে।
তুমি মৃত্যু না ।
তুমি বেঁচে আছো এখনো,
মরণ কখনো চুয়ে যেতে পারে না তোমায়,
এইতো দু চোখ বন্ধ করলে দেখতে পাই তোমায়,
আমি শুনিতেছি, আমি শুনিতেছি তোমার বাণী
বন্ধু তুমি তো আছো! তুমিতো আছো আমার পাশে।
সবাই আমায় মিথ্যা শুনাই,
মৃত্যু কখনো নিয়ে যেতে পারে না তোমায়,
বন্ধু তোমায় বিদায়।
দীপনিভে গেলো, মন ভেঙ্গে গেলো,
বন্ধু তোমার বিদায় নেওয়াতে,
কেনো এমন হলো ?
কেনো তোমায় বিদায় নিতে হলো?
হে মৃত্যু চুয়েছো কেনো তাঁহারে?
নিয়েছো কেনো কেঁড়ে।
হে মৃত্যু তুমি কি দেখো নাই আমায়?
নিয়ে যাও নি কেনো তাঁহারে রেখে আমায়?


কেনো অবেলায় যাবে দীপনিভে?
কেনো বন্ধু তোমায় নিতে হবে বিদায়?
ফিরে কি আসবে কভু? এই রঙিন ধরাতে?
দেখা কি হবে কভু , দিগন্তের ওপাড়ে,
আছো তুমি দাঁড়িয়ে সে সাদা শাঁড়িটা পড়ে?
কোনো সাঁতসকালে ডাকবে কি তুমি?
ভুরের ঘুঘুটা হয়ে?
চাঁদনি রাতে দেখা কি দিবে,
মিটি মিটি জোনাকি হয়ে?
বাস্তবতা এমন হয়;
আসবে না কভু তুমি ফিরে।
দেখা তো হবে না কভু ধরা তলে,
কতটা ব্যতিত হয়েছি বুঝানো হবে না,
এই জীবন ক্ষণিখের পাড়ি দিতে হবে,
একে একে সবাই ওপাড়ে।
স্রষ্টার কাছে দু হাতে তুলে বলি,
মওলা দাও তাঁরে জান্নাত।
২৪ চৈত্র ১৪২৩ বাংলা,
৭ এপ্রিল ২০১৭ ইংরেজি
এলবামঃ স্মৃতির পাতায় ইতি-১০