মানবতার আর্তকার
মোমিনুল হক আরাফাত
এই সমাজ আর ভাল লাগে না,
অমানুষের ভিড়ে আজ আমি বড় অসহায়।
মানবতা আর্তকার দিয়ে বলে
কেন ঘুমিয়ে পড়লি তোরা?
প্রতারণা আজ নিত্য সঙ্গী।
লাঞ্ছিত হয় বিবেক।
সকাল-সন্ধ্যা দু ভেলা মরি
কে রাখে মনে আমায়?
  কে দেবে কার ডাকে সাড়া?
কেউ তো শুনে না কারো আর্তকার
অবুঝের ভেসে পাড়ি দি বেলা,
আর কত এইভাবে-
মাঝে মাঝে ইচ্ছে হয়,
বদলে দি এই সমাজ।
কতটা সম্ভব এই অমানুষেদরে
মানুষ করা।
হবে না আমার পক্ষে।
এই সমাজ আমি ত্যাগ দিব
চলে যাব বন জঞ্জলে,.
হিংস্র পানির সাথে থাকতে আমার
ভয় লাগে না আর-
বড় বেশি ভয় লাগে এই সমাজের জন্তুদের
মানুষ রুপী অমানুষ
যতটা পারেবে আমায় আঘাত দিতে।
বনের হিংস্র পানিটাও পারবে না তত,
কার কল্যানের কথা বলব?
কার মায়ায় ফিরে আসব সমাজে?
সমাজে তো আজ বিড় জমল অমানুষে।
মানুষের কল্যানে মানুষ-
অমানুষের কল্যানে কেন হবে?
২২-৯-২০১৫
এলবামঃ হৃদয়ের কান্না-৩৯