বলো
মোমিনুল হক আরাফাত
মায়াময় এই দিগন্তে,
আসিতে পার না কি তুমি ঘুমন্তে?
দেখা কি দিতে পার না?
নিজের অজান্তে।
শুধু কি পার,
পর ভেবে দূরে সরাতে?
নাকি অভিমানের পাহাড় গড়িতে?
মায়াময় এই দিগন্তে,
এসো তুমি নিজের অজান্তে,
নিয়ে যাও মোরে,
দূর-দূরান্তে।
বলে দাও মোরে কানে কানে,
এবুকে রেখেছো হাজার ভালবাসা,
আমায় দিবা বলে।
২২-১-২০১৩