শৈশব
মোমিনুল হক আরাফাত


ফিরে যেতে চায় ওগো!
    ফিরে যেতে চায়
সবুজে ঘেরা বিকেল বেলাই,
পড়ন্ত দুপুরে উড়ন্ত বিকালে,
কত রেখেছি স্মৃতি-
শৈশব নামের খাতাই।
বালকদের সাথে ছুটা-ছুটি-
হয়েতো বা ঝগড়া-ঝাটি,
এ-নিয়ে সাজিয়ে ছিলাম,
ছোট্ট মোর জীবন তরী।
বয়স বাড়ার সাথে-
সম্পর্কও কি যাই মরে?
একে-একে তো সবাই গেল
দূরে সরে।
সঙ্গী সাথী কেউ তো নাই
আজ পাশে।
ভোরের দোয়েলটা শীষ দিয়ে
ডাকে নাতে আমায়।
বালকরাও করে নাত
      ঝগড়া-ঝাটি।
সবাই তো আজ দূরে বহু দূরে-
জীবন চেয়েছে ওরা,
          উন্নত জীবন।
তাইতো গেল খুব সহজে
অতীতটা ভুলে।
মানুষ হওয়ার নেশায়,
যাই ছুটে দূরে বহু দূরে।
ফিরে তো দেখে না কেহ,
ধূলো-মাখা শৈশব জীবনটা।
কতনা মায়া-ময় ছিল জীবনটা তখন।
ছিল নাত কোন ভাবনা,
ছিল নাত কোন তাড়না।
বয়স বাড়ার সাথে-
সবি কি যাই চলে?
কত মায়া, কত মমতা,
কত যে অভিমান।
যত প্রেরণা ছিল ছোট্ট এ বুকে,
আঘাতে আঘাতে
সবি তো গেল খয়ে
অবহেলা আর অনাদরে
বয়স বাড়ার সাথে-সাথে।
ফিরে তো যেতে চায় বারে বারে,
ফেলে আসা শৈশবের কালে।
২ শ্রাবণ ১৪২৫ বাংলা
১৭ জুলাই ২০১৮ ইংরেজি
এলবামঃ শ্যামল বাংলা- ২৫