সুখের সন্ধানে তাং-৩০ কার্তিক ১৪২১
  মোহাম্মদ মোমিনুল হক আরাফাত
জন্ম নিয়ে ছিল কোন এক দুঃখি মায়ের কোলে,
স্বপ্ন বুনে ছিল থাকবে রাজ প্রাসাদে।
ফুঁটাবে হাসি অভাগি মায়ের মুখে,
সময়ের স্রোতে ভেসে গেল সবি-
উঠিল বাংলার আকাশে রবি,
তবু হলনাত আলোকিত-অন্ধ মনের বদ্ধ দার।
কত দেখেছিল স্বপন সবি তো গেল ভুলে,
এখন দেখার নাই আর।
রাস্তার পাশে পড়ে থাকে দিবা নিশিতে,
দু বেলা খাবারের কথা নাই আর মনে।
দু বেলা খাবার জটেনা যার,
স্বপ্ন মনে থাকবে কি করে আর?
মেঘ হীন আকাশের নিচে-
আছে সে পড়ে।
কখন হবে বৃষ্টি জানেনা নিজে।
তৃষ্ণায় বুকটা যাচ্ছে পেটে,
কে করাবে তারে জল প্রাণ?
স্বার্তের এই পৃথিবীতে,
থাকেনা কেহ পাশে।
স্বার্থের টানে চলে যাই,
প্রিয় জন দূরে বহু দূরে।
কী দারুণ নিয়তির লিখন!
কন্ডাতে চাই না তারে,
শুধু পাড়ি দিতে চাই এই ভাবে,
বাকিটা জনম।