তুমি নাই
  মোমিনুল হক আরাফাত
তুমি নাই, তাই যেন কিছু  নাই,
যদি নতুন জনমে এসো
নতুন করে সেজে মোর লাগি
নব দিবসের করিব সূচনা।
নব প্রভাতের প্রভাতে
স্নান করিবে তুমি।
আমি মুগ্ধ-বিমুগ্ধ হয়ে তাকিয়ে রব,
তোমারি প্রান্তে-
যেমন তাকিয়ে ছিলাম,
সে প্রথম বারে প্রথম রাতে,
জ্যেৎস্নায় ভেজা কাশঁবনে।
লজ্জ্বায় রক্তিম হবে বদন খানি তাহার,
যদি পর-জনমে সাজিয়ে থাক,
আমারি লাগি।
নতুন করে বাসব ভাল তোমায়।
জীবন থেকে ইতি হয়েছিলে তুমি
বহুকাল আগে।
বহুবার বলেছিলাম তোমায় ভালবাসি,
বহুবার চেয়েছিলাম আমি,
তোমায় কাছে পেতে।
তুমি তো দাও নি কভু সাড়া,
শুধু করেছিলে দূর দিগন্ত থেকে ইশারা।
ইশ্বর রেখেছিল তোমায় কতনা সুখে,
শুধু ধোঁকে ধোঁকে জ্বলেছি আমি।
আমি জীবন্ত থেকে শুধু জ্বলেছি,
তোমায় ভালবেসে।
ভোর সকালে উদিত হয়েছিল তুমি,
দীপ্তিময় রবি হয়ে
রহিতে পারিনাই আমি-সহিতে পারিনাই,
তোমারি প্রভা, তাইতো নিমিশেই জ্বলে
হয়েছি ছাই।
চাহিবার নাই তো কিছু তুমিবিনা
তাইতো চাহিনাই কিছু অমূল্য রতন।
শুধু পথো চেয়ে থেকেছিলাম বেলা-অবেলাই।
হয়েতো তুমি আসবে ফিরে আহত এ-বুকে।
আস নি তুমি কভু ফিরে,
দেখ নি কভু ভালবাসে।
যদি দেখতে একটিবার ভালবাসে,
ভিজিয়ে দিতাম শুখনো যতটা আছে,
তোমারি হৃদয় গাঙ্গে।
4 মে ২০১৮ ইং  
এলবামঃ স্মৃতির পাতায় ইতি-১৩