আমরা তরুণ ওরে অরুণ
বাজারে মরণ বীণ,
শত কাফনের মরা ভীরু
দল ছেড়ে ধরবে তান।


ছন্দ মোদের নিশান ছাড়া
কাটা যে পথে চলব মোরা,
দেখ চেয়ে কেমন করে
দিগন্ত জয় করি আমরা।


তালে তালে গাইব মোরা
পাহাড় কাটব খঞ্জর ছাড়া
জয় ধ্বনি সারা বেলা।


দেখ চেয়ে বুকের মাঝে
শত ক্ষত-বিক্ষত বুকে,
ব্যথার জ্বালা নেইকো মুখে
রক্ত ঝরবে কোন দুখে।


তোদের বুকে নেইকো দাগ
রক্তের তবু স্র্রোতের ডাক,
ভয়ে তোরা জড়সড়
তবু তোদের ভয়ের আবাস।