দুখের ভুলিয়া কোলেতে দুলিয়া,
নৃত্য  ছলিয়া  চলি।
এ যে ক্ষন জনমের  নহে চির জীবনের,
তবু সপনো দেখিয়া ভুলি।
দুঃখ চিরটি জনমে, দহনে  লহনে,
সঙ্গ ছাড়েনি  মোরে,
আমি কিসের ও কারনে, দুখেরে ছাড়নে,
গৃহ রচি  দূর বনে।
যারে ধরিয়া চরিয়া বুকেতে করিয়া,
মোর ঘরে  আনি টানি,
সে  যে কিছুতে দিলনা, হলনা ললনা,
লোক মুখে কানা কানি।
যারে বিহনে নয়নে, প্রকাশের গোপনে,
বহিল বারিধি বুকে।
সে যে আসেনি আসিবে, পাশেতে বসিবে,
মোর প্রাণগৃহ যাবে ভরে।
লোকে নাগিনী, বাঘিনী  বলে দিবস যামীনি,
কাঁদি আমি তারে ছাড়া।
গেল শান্তি বনেতে, ক্লান্তি মনেতে,
বেদনার সৃত্মি ভরা।