আমার যখন মরন হবে,
কাঁদবে  স্বজন সুরে।
সন্ধ্যা বেলায় কবর হবে,
ভুলবে আমায় ভোরে।
সেদিন আমার আধার ঘরে,
একলা একার খেলা।
নিসঙ্গ মোর চলার সাথী,
কাটবে এমন বেলা।
স্নেহের ছেলে, বিবিজান বলি,
সময়ের ডাকে চলে।
আমারে রাখেনি মনের গহীনে,
এতটাই যাবে ভুলে।
কত স্বজনের  মুখে মুখে যার,
সুনাম রচিত সুখে।
আজই তারা ঐ বাঁশবন পাশে,
মাটি দিল মোর বুকে।
জননী নিথর নয়ন ভাসাল,
আখিপাতে নিল নদী।
সেও তো ভুলিল সংসার জালে ,
আমারই রচিত ছবি।
ভাই বোনেরা, স্বজনেরা সব,
আগেই গিয়েছে ভুলে।
সৃত্নি  মুছে ফের মাতে সংসারে,
ঘর ভরে কলরোলে।
আমি যে আধারে একলা একা,
নিশি দিন নাই সেথা,
কলো আধারের শুনশান আছে,
নিষ্ঠুর নিরবতা।