কি দিতে এসেছি জানিনা কাহারে,
কি পেতে চেয়েছি ভূলে।
কি নিতে চেয়েছে কার কাছ থেকে,
এই কূলে ঐ কূলে।
কিসে পাই ফিরে যাতনারে আমি,
কিসে পাই সুখ নীড়ে।
কি দিয়ে বাসর গড়িতে চাহিয়া,
কি পেয়েছি দেখি ফিরে।
চাহিয়া চাহিয়া মন ভরে যায়,
সহসা না পেয়ে কিছু।
আবার কখনো বহুকিছু পেয়ে,
অভিমানে হয় নিচু।
আহারে বাহারে কতকি পাইরে,
মনেতে সেজেছে সাজ।
কখনো মুছিতে গভীর দুঃখ,
মুছে গেছে কালো বাজ।
আসলে জানিনা কিসে হয় সুখ,
কিসে কমে যাতনা।
দুখেরে বিদায় দিতে চায় কেন,
সুখ কেন আসে না।