বহু ভ্রান্তির পথ পারি দিলে,
ফিরে এসো ওগো মন।
তৃষিত বুকেতে আশা নিয়ে কেন,
খুঁজে ফির প্রিয় জন।
পেয়েছ কি তারে জীবনের মাঝে,
এক পলকের ভুলে।
ভরেছে কি কভু বাসর তোমার,
মধু ভরা ফুলে ফুলে।
তোমি যে আশার সুভাস নিয়েছ,
পথে পথে গাও গান।
সে কি ফিরে এসে স্বপ্ন সাজাবে,
বাঁচাবে তোমার প্রাণ।
দেখেছ কি চেয়ে মাধবী লতায়,
সুখ খেলা করে ছলে।
বেদনা বালের নিরাশার বুকে,
সাজানো যে ফুলে ফুলে।
কত বসন্ত মৌ গুন্জনে,
ভরেছে আম্র বনে।
সে কি আজই তোমায় করছে সম্মরণ,
একা একা নির্জনে।
তাই চলে যাও ফিরে যাও ঘরে,
বলি যে পগল মন।
নিজেই নিজের প্রিয় হও তুমি,
ভুলে যাও প্রিয়জন।