জল ছল ছল, বরষার গানে,
দিনমান গেল কেটে।
দেখা হোলোনা বাহির পানে,
চারি পাশ হেটে হেটে।
মনে ছল ছল,  আখি টলো মল,
হারানো সৃত্মির পাতা।
বাদলের সুরে, ব্যথা দেয় মোরে
নিরবে, বলে না কথা।
মনে পরে কত বিরহের গান,
বেদনার নোনা জলে।
সে মোরে করেছে আশাহত বার
তারই কথা মোর বলে।
বিদিশার  কালো আধার কাটে,
বিজলির আলো খেলে।
বিরহীনি তার পাষান হৃদয়ে,
দূরে গেল মোরে ফেলে।
বরষার আজই ঝর ঝর জল,
বেদনার মহা ছলে।
মনে করে যায় হারানো দিনের,
কথা কথাই না বলে।