এই গরমে কোন শরমে,
গাছের ছায়া চাই।
গাছ বেঁচে সব কিনছি এসি
তাই করি হায় হায়।
আকাশ ভরা রোদের তাপে,
শুকিয়ে তেনা সব।
পাখ পাখালি বের করে জিব
থামিয়ে কলরব।
কুকুর গুলো ধুকছে সবই,
ঘাটের পারে বসে।
তাপ দাহে দাড় কালো হলো,
গাপ গুলো সব পঁচে।
খালে বিলে জল শুকিয়ে,
চৌচির হয় মাটি।
মাঠের গরু পিপাসাতে,
খাচ্ছে রে ঘাম চাটি।
রাখাল মাঠে চেঁচায় গলে,
চাতক পাখির গানে।
শুকিয়ে গেছে গা খানি তার,
গরম ঘামের  বানে।
দালান কোঠায় এসির তলে,
দাপিয়ে বাতাস খেয়ে।
রাস্তা ঘাটে এসেই তারা,
গরমে যায় নেয়ে।
ইস এসব আর ভাল্লাগে না,
এসি ডিসি রেখে।
মন চায় ঘর বাধবো গিয়ে,
গ্রামে সবুজ দেখে।