এই দেখনা একলা অামি,
একলা একা ছুটি।
এই জীবনের একলা খেলায়,
হয়নি বাধা জুটি।
একলা আসা  একলা যাওয়া,
একলা সকল কাজে।
ভিবোর কেন থাকতে হবে,
লোকের ভিরে সাজে।
থাকলে দুখে ব্যাথারা মালা,
একলা একা পড়ি।
রোগ শুকেতে  যন্ত্রনাতে,
একলা কেঁদেই মরি।
মনের যত গোপন কথা
একলা একা বলি।
অন্ধকারে নির্জনে তাই,
একলা পথেই চলি।
একলা আমি কেউ সাথী নয়,
কেউ বলে না কথা।
শুনায় কারে দুখের কথা,
একলা যথা তথা।
একলা আকাশ দেখি আমি
তারার মেলায় সুখ।
তাতেও দেখি খেলার ভিরে
একলা নামের দুখ।
একলা জীবন, একলা মরণ
একলা কবর মাঝে।
একলা থাকার গহীন জীবন,
হাজার ভিরের মাঝে।
একলা কথার কথা বলে,
একলা পাগল সেজে।
হৃদয় মাঝে ঠায় দিয়ে তা,
একলা কজন হাসে।
তাই একলা কাঁদি একলা হাঁসি,
একলা জীবন নিয়ে।
জীবন বেলার আধার টাকে,
একলা যাব পিয়ে