যে ভাল বাসিল  বুঝনি তো তারে,
মিছে পুঁজ কার পা।
যার তরে তুমি দেখেছো স্বপনো
সে কভু তোমার না।
শত সাধনার বাধ ভেঙে দিয়ে,
নয়নে ছড়ালো  জল।
তারে তুমি কেন এত কাছে টান,
সেতো মনে হয় ছল।
যে জন তোমারে চেয়েছিল পেতে,
তারে দিলে কেন জ্বালা।
মিছে বনে কেন মুক্তা ছড়ালে,
সাজালে বাসর ঢালা।
পথ ও পথিকের বিলাস ভাসনা,
সেকি ভুলে গেছ  আজি,
ভাল ভেসে সে যে বলতে পারেনি,
গোপনে রয়েছে সাজি।
আর তুমি এক কাঙালের মত,
পাষাণের প্রেমে পড়ে,
সারাটি জীবন হেটে হেটে গেলে,
স্বার্থের তীর ধরে।
ফিরে এসো মন  পাথরে কখনো,
ফুটাতে চেওনা ফুল,
বিনিময়ে পাবে যন্ত্রনা কিছু,
অবশেষে ভেঙ্গে ভুল।
যে তুমারে প্রেম ঢালা ভরে দিল,
নাও না বুকেতে ভরে।
স্বর্গ তোমার দোলায় নামিবে,
আধার ঘুচিবে ঘরে।