আর কত কাল কাঁদবে  ও মা,
আচলে লোকাবে মুখ,
অভিনয় কত করেছ মাগো,
সুখে নয় তবু সুখ।
কত না স্বপন দেখেছ মা তুমি,
খোকারে কোলে  নিয়ে।


বেদনা বিধুর মুখ খানা মা,
হাসিতে দিতে বয়ে।
আজও মা আমায় ছোট খুকা ভাবে,
নিরাপদে  যেতে বলে।
পথ পানে চেয়ে আমারই আশায়,
আখি দুটি ভরে জলে।
এখন আর মা আগের মত,
চোখেতে দেখেনা  দূরে,
যদি শুনে আগে বের হব কোথা,
জেগে ওঠে মা ভোরে।
এত যে আদর দিল মা মোরে,
কি দিতে পেরছি  তারে,
পাপস বানালে গায়ের চামড়া,
তবু কি সুধিতে পারে।
জননীই জানে এত মায়া গান,
কিসের কারণে করে।
সবে ভুলে যায় দুর্দীনে কত
জননী যায় নি দূরে।
তোমি আকাশের চাঁদ মা আমার,
তুমি যত চাওয়া আলো,
স্বাদ মেটেনি ভালবেসে  মা,
মনে চায় বাসি ভাল।