প্রিয় বিয়োগ
ফরহাদ
ওগো মোর প্রাণ প্রিয়া,
হইলে তোমার বিয়া।
করিও আমায় নিমন্ত্রন।
তোমার বিয়েতে আমি,
তোমাকে সাজিয়ে রাণী
মুছিয়া ফেলিব বন্ধন।
লাল বেনা রশি পরে,
ওঠবে স্বামীর ঘরে
ওগো মোর প্রাণ প্রিয় জন।
আমার মনের কোনে ,
তোমার এই আয়োজনে
বেঁজে ওঠে কত  অনশন।
তোমার চোখের জল,
করবে যে টলোমল
বিদায়ের সেই বেলাতে।
আমারে ভুলিয়া প্রিয়া,
স্বামীর  বাড়িতে গিয়া,
মজিবে  যে সংসার খেলাতে।
ক্ষতি নেই কভু তাতে,
মনকে হবে বুঝাতে
ভুবনের এই তো নিয়ম।
ভালবাসার ছল,
মানেই চোখের জল,
সাথী পেলে ভুলে প্রিয় জন।
আমারে রেখো না মনে,
ব্যথা পাবে এই জেনে,
করিতেছি এই অনুরোধ,
তোমার স্বামীরে তোমি,
দিও তার সম্মানী,
নিওনা কখনো প্রতিশোধ!
ভাল থেকো প্রিয়তমা,
স্বামীর প্রিয় আঙ্গিনা,
ধোয়ে মুছে রেখো চিরদিন।
এই তো দোয়া করি,
তোমাদের মন ভরি,
সুখ যেন না হয় বিলিন।
আজ আর নয় তবে,
  জয় পরাজয় হবে,


এই তো নিয়মের খেলা।
কেউ প্রিয় জন হেরে,
  কেউ পেয়ে যায় তারে,
এমনিতে কেটে যায় বেলা।