বহুকাল চলে গেল
হল নাতো জানা।
কিসে এত ভয় করি,
কিসে এত মানা।
কিসে এত লোভে পরি,
কিসে মরি বাঁচি।
কিসে মোর শুক আসে,
কিসে এত হাসি।
কিসে মোরা ভালবাসি,
কিসে গাই গান।
কিসে দেহ ফুলে ওঠে
কিসে ভরি প্রান।
কার তরে কত কথা
কেন জমা করি,
যাকে মোরা নাহি পাব,
তার তরে মরি।
কিসে প্রেম প্রনয়ের
মিছে খেলা করি,
কিসে মোরা ভুলে নিজে,
আন জনা ধরি।
কিসে মোরা ভালবাসি,
কেন গড়ি প্রীতি,
কেন মোরা মরে গেলে
রেখে যায় সৃত্মি।
আপনারে দূরে ঠেল,
পর টানি কাছে।
এসবের মাঝে জানি,
কিনা মধু আছে।
হারাবার ভয় করি,
এমন কি পেয়ে।
ভাবনার চারপাশে,
মেঘেরা থাকে ছেয়ে।
কবে যেন এসবের
মানে পাব খুঁজে।
ফুরাবে সেদিন সবই,
মানিব চোখ বুঝে।