কত না বেদনা ভুলে গিয়ে মা,
ডাঙর করেছে মোরে।
আশায় বেধেছে বুকের পাজর,
চাওয়ারে ফেলেছে দূরে।
পরনের একটা ভাল কাপড়ে,
দেখিনি মায়েরে আমি।
বুকে চাপা শত কষ্টের কথা,
আখি ভরা আছে পানি।
কখনো শুনিনী  অভিযোগ,
আর তার মত কে যে হবে।
সয়ে গেল যত আঘাতের কালি,
সারাটি জীবন ভরে।
এমন দরদী হবেনা  কখনো,
মায়া মাখা সংসারে।
বুঝিবে হে মন,কি ছিল তোমার,
চলে গেলে তব ছেড়ে।