গল্পে শুনা রং বাহারী,
মাছ গুলো কই গেল।
নিঠুর হয়ে এদেশ থেকে,
কে তারিয়ে দিল।
কে ধরেছে এত্ত বেশি ,
সইতে না পায় ব্যাথা।
বংশ সহই মরছে সবাই,
দেখেছ তো  নিরবতা।
দাদুর মুখে শুনে ছিলাম,
চিতল মাছের কথা।
রূপ কথার এক গল্প ভেবে,
মনের আকুলতা।
কোথায় গেলো রং পড়া সে,
পুঁটির নাচন খানা।
বর্ষা এলেই নদীর বুকে,
বোয়াল মাছের হানা।
পাবদা ভাটা কোথায় গেল,
বৌ রানী মাছ  নাই।
রং বাহারী চিকরা মাছের,
বিল যে কোথায় পায়।
কৈ ভেদা শোল,গজার, টাকি,
খাল বিল ছিল ভরা।
আজ তার আর পারছে না তো,
থাকতে পানি ছাড়া।
কোথায় গেল বাঙালির সে,
স্বপ্ন মাখা দিন।
বিরহের ব্যাথা বাজে নির্জনে,
আক্ষেপে কাটে দিন।