মাওলা পথ দেখায় সে পথ,
যে পথ দিলে প্রিয় জনে।
সে পথ দিও না কভু,
যে পথ পুরা অনলে।
ভুলে যায় কভু যদি,
তোমার সে পথ।
কিংবা অহংকারে ভেংগেছি শফত।
দিও ভুল বুঝার সে ক্ষমতা।
ঐ,,,,,,,,,,
তুমি তো রহিম,দয়ার  সাগর,
নাই কেহ আর রব,
জানি তারপরও কেন যে,
মিছে কার পানে করি কলরব।
দিও নাজাত পার হতে তাই,
এই চায় শুধু জীবনে।
ঐ,,,,,,