খুব দূরর্দিনে জন্ম আমার,
অভাবে কেটেছে কাল।।
দেখিনি দুফুটা শান্তির হাসি।
বর্ষায় ভাঙা চাল।
অকথার কত কথার কাকলি,
নিত্য শুনেছি কানে।
কত বার কত কালি মাখা  তীর,
লেগেছে বুকের মাঝে।
সুখি জনা দেখে তামাশার  খেল,
হাসে মুখ ভরে কত।
কিন্তু দেখেনি মনের  মাঝেতে,
বেদনা যে জমা শত।
নিত্য  জড়তা  বিমুর  বেদনা,
তালির  টিকা  আঁকে।