সারাটি জীবন বেদনার  জল,
নয়ন  ভাসাল বানে।
কেউ তো দেখেনি  কাছা কাছি  এসে,
কি বেদনা জমা  মনে।
কত চাওয়ারা মরে গেছে  কবে,
কিসের যাতনা  নিয়ে।
নিত্য দুখেরা  গড়েছে  বাসর,
শত অবহেলা দিয়া।
স্বজনেরা  কত  আর  চোখে  দেখে,
কি জানি কিসের ভুলে।
আমি আন্ধারে পরে থাকি  তারা,
ঘর ভরে ফুলে ফুলে।
মোর কিছু নাই,  ধন  জনবল,
আছে  কিছু  আলো  আশা।
ফুটিবে  সেতো  নাই  প্রেম  প্রীতি।
কিংবা  সে  ভালবাসা।
ভালবেসে আজো  কাছে  এসে  কেউ,
বলেনি তো দুটি কথা।
যেখানেই  যারে  আপন  করেছি,
সেখানেই  শূন্যতা।
যগতের মাঝে এত ভালবাসা,
এত হাসি গানে ভরা।
এসব যেন মোর তরে নাই,
গোপনে অশ্রু জড়া।
তবু চায় সে  ব্যকুল  হৃদয়ে,
পরবে না কারো মনে।
আমারে ম্মরণ কর গো সকলে,
অবহেলার অঙ্গনে।