সবাই একত্রে চলার পথগুলো,
রূদ্ধ হয়ে যাচ্ছে নানা কারনে,
কেউ বউ সেজে,কেউ  বর  সেজে,
সরে যাওয়ার পথ  নিচ্ছে।
বড্ড ভুলে যায় প্রিয় মুখগুলো,
আচমকা অবাক হই ভেবে।
সেলফোনে প্রিয় নম্বর গুলো।
জায়গা হচ্ছে না বলে কেটে দিচ্ছি,
ভুলে যাচ্ছি কতনা  সৃত্মি,,,
ভুলে যাচ্ছি স্কুলে,কলেজে,
বিশ্ববিদ্যালয়ের কতনা  সৃত্মি....
বন্ধুরা বড্ড অন্য রকম হয়ে  যাচ্ছে,
আমরা অতীত হয়ে যাচ্ছি,,,
একে অন্যের কাছ থেকে।
মনে রাখছেনা,পারছি না।
চলার পথে বেধে  নেই,,
সংসার নামের বুঝা.....
তখন আর প্রিয় মুখ  গুলো,
মনে থাকে না।
তবুও অবসরে মনে  পরবে,
প্রিয় মুখগুলো  হয়তো বা..