নিথর নয়নে আর কত বেলা
আকাশের প্রাণে চেয়ে।
কত নিশি দিন ভোর হবে আর
বেদনার গান গেয়ে।
উনানে শূন্য হাড়িতে  গরম,
টগবগ করে পানি।
বড় বেহালে  কেটে কত চলি,
হয় যদি জানা জানি।;
কত বেদনার জল জমা চোখে,
বের হবে নেই শক্তি।
ব্যাথাতুর বুকে এতটায় কালি,
মুখে নেই কোন ভক্তি।
কেউতো দেখেনা কতনা যাতনা,
এবুকে জমানো আছে।
ভুলেও ভাবেনা সুখী জনা কভু,
আসেনা তবুও কাছে।