খুশির বার্তা বয়ে নিয়ে এলো,
সেই মাহে রমজান।
যার পরশেতে  পুলকিত ধরা,
সারা মুসলিম প্রাণ।
ধনী দরীদ্রে তফাৎ কমিল,
মহা দানের এ মাসে।
যেন সৌহার্দের চির চেনা বানী,
দখিনা বাতাসে ভাসে।
তালা দেওয়া থাকে গুরু  শয়তান,
বন্ধ যে শয়তানি।
কুল খুজে পায় চেয়ে চেয়ে ক্ষমা,
সারা মুসলিম বাসি।
সারা দিন ভর রোযার শেষে,
রাতে বসে ইবাদত।
ওগো প্রভু তুমি কতনা দয়ালো,
ক্ষমা করে দাও পাপ।
ধরাতে কত যে শুভ  বার্তা,
দিন ভর শুনি  বসে।
শান্ত পৃথীবি ভরে গেছে আজ,
রাশি রাশি ভাল এসে।
পাপি ও তাপি গুনাহের মাফি,
পাওয়ার সুজোগে থেকে,
মাফ চায় প্রভু দাও ক্ষমা করে,
ইবাদতে কেঁদে কেঁদে।
রমজানে ঐ সেহেরিতে ওঠে,
কতনা সুখ  যে  লাগে।
ঘুম থেকে ওঠ রান্না কর,
চারপাশ ভরে রবে।
ছোট ছোট শিশু রোজা রাখে তারা,
সওয়াবের আশা নিয়ে।
টল মল করে চোখের পানি,
তবু নাহি রোজা ভাঙে।
স্বর্গ সুষমা নেমে এসে যেন,
জানায় মোদের ছালাম।
ঘরে ঘরে শুনি পড়িতেছে সবে,
পাক কুরানের কালাম।
শবে বারাতের রাতে নেমে আসে,
অঝোর সুখের বান।
মশগুল সবে কুল মাখলুখ,
ক্ষমা চায় খুলে প্রাণ।
এ রাতের প্রতি মূহূর্তে যেন,
হাজার বছরে সম।
কত যে নেকি লিখে বিধাতা,
নাই যে হিসাবে ক্রম।
মাহে রমজান  চারপাশে যেন,
শান্তির হাওয়া এসে।
ঝরা ঝির্নতা মুছে দিয়ে যায়,
আধারের ছায়া নাশে।'
সালাম জানায় মাহে রমজান,
আসে যেন বার বার।
বিনিসময়ে যেন পার হতে পারি,
মোরা সেই পরপার।