কত রং এর স্বপ্ন ছিলো বুকে,
এক নিমিষেই  ঢেকে গেলো কালোয়।
ঝিঝির পোকা ক্ষাণিক আধারেতে,
সৃ্ত্মিভ্রম করলো আবছা আলোয়।
বুকের কোনে, চোখের কোণে যত,
লোকিয়ে ছিল অপ্রকাশের  গল্প।
বলতে গিয়ে হয়নি শেষ তা আজো,
খুলতে পেরেছি অল্প।
অনুভবের সে করুণ আর্তনাদে,
কত ভোর যে হয়নি সকাল বেলা।
আলোকের নদী চরে কত দিন,
বালু নিয়ে করি খেলা।


কত জির্ন জড়তা বুকের সপ্নগুলো,
দিক বিদিকের দিকে।
ঘৃন্নায় সব থেবরে দিয়েছে আজই,
মুর্ছা যাওয়ার সময় থেকে থেকে।


আজ অন্ধ আখির পানে,
কিসের ছন্ধ ময়ী  জ্বালা।
বুঝতে যেন পারছি না আজ তারে
গাইছে গাজীর পালা।