হে সংগ্রামী হে উদ্যামী তুমি ওঠ,
শত শৃঙ্খল বাধা বন্দুর,
ছুড়ে ফেলে দাও ন্যায়ের ফায়দা লোট।
নহে পরাধীন জির্ন  জড়তা
মেনে নেব কেন আজ?
ভয় ভেঙ্গে জাগ হও হুশিয়ার,
আমাদের আছে কাজ।
তুষামোদ নয় বলে বলীয়ান,
আমরা তরুন দল।
জন হিতার্থে কাজ করে যাব,
যতক্ষন আছে বল।


ডাকের কাঠিরা যে যায় বলেনা,
কান দিব না যে কেউ।
আমাদের কাজে নব উদ্যাম,
তুলব সাগরে ঢেউ।
হে জোয়ান তুমি হবেই সফল,
যেন রেখ শুধু মনে।
ক্ষানিক ঝড়েতে কিছুই হবে না,
মন রেখ চন মনে।
দুর্বার মোরা মানেনা তো ক্ষয়,
টর্নেডো হয়ে চলব।
অধিকার নিয়ে বুক ফুলিয়ে,
সত্য কথাই  বলব।