ভুলে পরিচয় গাই জয় জয়,
নিজে কে ছাড়িয়ে মরি।
সমাজের দেওয়া ভুলগুলো,
ফুল ভেবে গলে পরি।
নিজের পৃথিবী আন্ধারে রেখে,
সমাজের সং সাজি।
নিজের দুঃখ ভুলে গিয়ে সব,
সমাজের দুঃখ বাজি।
নিজেকে একটু নিজের মতো,
সাজাতে চাইনি কভু।
সমাজের ভয়ে বিরক্তি কেই
খুশি মনে করি তবু।
জানি সমাজে না খাওয়ায় আর,
না পড়ায় কভু মোরে।
তবু সমাজের চাপরাশি হয়ে,
বাচি না বাচার পরে।