প্রার্থীব সুখ
আদখানা সুখ না হয় পেলাম,
চাওয়া -পাওয়া গেল মরে।
তবু সুখ মোর হৃদয় গহীনে,
পায় যেন পরপারে।
শোষিতের মত কেটে যায় যদি,
জীবনের যত চলা।
মনোমালিন্য থাকবে না তবু,
হেঁসে  হবে কথা বলা।
সাধু হলো কেবা চোর করে মোরে,
কেবা পেল দেবালয়।
দেখিবনা তা নয়ন মেলিতে,
কেবা পেল মহাজয়।
দুদিনের তরে কে ভালবাসিল,
কেবা দিল কত কালি।
বিমোর বেদনা দিয়ে গেল কেবা,
মধু পেয়ে দিল গালি।
মরে গেল কত মনের কথারা,
হয়নি তো কভু বলা।
যে আশা কভু মনের গহীন,
বন্ধনে হেটে চলা।