মাগো তোমার ছেলে যেন,
মিথ্যে তোমায় বলে।
তোমিই বুঝ তোমার ছেলে,
কি লোকিয়ে চলে।
তোমার করুন বদন পানে,
তাকাই যবে আমি।
চোখ ফেটে লাল রক্ত বেরোয়,
বেরোয় না তো পানি।
কত বার মা নিথর নয়নে,
তাকিয়ে তোমার পানে।
নিজেকে নিজেই গালি দিয়েছি,
কটাক্ষ করে গানে।
ক্ষমা করো মা, কিছুই পারিনি,
যত টুকু দিলে মোরে।
আমি পাষানের নিবাস হয়েছে,
তুমি হীনা বহুদূরে।
তোমার চোখের তারায় থেকে যে,
হয়েছি অনেক বড়।
দূরে আছি আজ হয়তো এখনো,
রাত জেগে কেঁদে মর।
কেন মা এমন তুমি হীনা দিন,
কাটাই বেদনা নিয়ে,
নিয়তি এতই নিঠুর হয়েছে,
আমাদের সব নিয়ে।