হে নারী তোমার নারীত্ব হাড়াতে,
ছোটেছ  এ কোন পথে।
সাবধান থাক, হিংস্র  ছুবলে,
সম্মম যেন না লোটে।
তুমি মহীয়সী  যগতের মাঝে,
পুরুষেরে দিলে শান্তি।
তোমারে পেয়ে ভেঙে গেছে  ঘোর,
থেমে গেছে শত ভ্রান্ত্রি।
উন্নয়নের বিশ্বে তোমার পুরুষের
সম পেয়ছ মান।
তার মানে তুমি এই নও কভু,
পুরুষ  হতেই  দিয়েছ  টান।
তুমি নারী সেথা নারীরাও পারে,
সকল কাজেতে কর প্রমাণ।
তবেই তোমরা হবে মহীয়ান,
নারী পুরুষ হবে এক সমান।
আমার চোখেতে কাজের ক্ষেত্রে,
নারী ও নর এক সমান।
পুরুষ হবে বাবা,ভাই, চাচা
নর পিচাসের নাই যে স্থান
নারী হবে তার বিপরীতে  শুধু,
অধিকার শুন্য হবে না ভাই।
নর নারী মিলে সভ্যতা আজ
গড়েছি এখানে দ্বি মত নাই।
আজ নারীরা বুঝতে শিখেছে,
করবে না আর আগের ভুল।
পুতুল হয়ে রবে না ভুবনে,
পুরুষ যেন ছিড়ে না চুল।
নারী ও পুরুষ সমানে  সমান,"
ইসলাম দিল কত যে মান।
হিন্দুরা দিল দেবী করে তারে,
সকল স্থানেই নারীর গান।
৮ মার্চের এই দিনটিকে,
বারবার যেন করি মনে।
নারী ও পুরুষ দুটি খুটি যেন,
বসা থাকে  সম মানে।