- মণি জুয়েল(Moni Jewel)


পূর্বের বাতাসে নারকেল পাতাগুলো দুলছে,
শুনতে পাচ্ছি কাকেদের ডাক।
ঠক ঠক ঠক ঠক...
কাঠমিস্ত্রিগুলো ঠুঁকে যাচ্ছে কি যেন
শহরের একলা দুপুরে-
আমি দেখছি, আমি শুনছি, আমি ভাবছি...


মেলে দেওয়া ব্রা'টি উড়ছে পাখির মতন,
উড়ে যাচ্ছে-
ঠিক তেমনই নিসঙ্গতায় আমার মনও
ভেসেই যাচ্ছে...
সীমানা ছেড়ে, অনেক দুরে,অনেক...
/
মাঝে মাঝে ব্যস্ত চক্রবাহনের শব্দ
ভেসে যাওয়া-
মনটি'কে আমার নিয়ে যাচ্ছে আরও
উড়ে যাচ্ছে...
উড়ছে পাখির মতন খেয়ালী আমার মন!


ছুটছে পিপড়েরা নিজের আখের গোছাতে!
ব্যস্ততার শহুরে দুপুরে
কি যেন খুঁজে যাচ্ছে সকলেই ওরা!
সময় নেই,কে কার!
শুধুমাত্র ভবঘুরে'টির দুইচোখ
আঁটকে গেছে ব্রার কাব্যময় ওই দুই ক্যাপে।


***3.8.17-কোলকাতা অবস্থান কালে-1PM***