আলতো হেসে শুরু হয় দিনের
- মণি জুয়েল(Moni Jewel)


জ্যোতির্ময়' হয়ে ওঠে অন্তহীন-অন্তঃ, তুমি এলে।
হা ও য়া য়, কল্লোলে
নদীর স্রোতে সুর খেলে যায়
প্রণয়ে ভেসে যায়..গান, নেশা' ধরে যায়
অপলকে_পলকে মিশে যায় দুই নয়ন
সম্ভোগে' শিৎকারে'র মতো অনাহাতে
জন্ম হয় কথা'র
মাদকতা মেখে সুরে নাচতে নাচতে
ভেসে যাই আমি, কথা ভেসে যায়


দুলতে থাকে পৃথ্বী পাখির ডানায়


সমগ্র সম্ভার' নেমে যায় সেজদা'য়
যখন তুমি চলে আসো আরো কাছে
অনাবিল" প্রেমে"
জ্বলতে জ্বলতে.. তারকা'রাশি হাসতে
থাকে। পস্বিনী'র স্রোতে মোহনার পথে
এগিয়ে যেতে দেখে, জেগে যায় পাখিরা
প্রাকঃ কালে সুর খেলে যায়
আদরে লজ্জা পেয়ে,
লাল হয়ে ওঠে নিসর্গ,আলোকিত হই তুমি এলে।


××××06.05.2018-ধুলিয়ান-05:05AM××××