- মণি জুয়েল(Moni Jewel)


দুর দুর থেকে বড় বড় বৃক্ষাদি দেখা গেলেও
কোত্থাও বসবার জো' নেই তেমন
বয়ো'জেষ্ঠ্য সব ছাতার আড়ালে মাথা
গুঁজে এগিয়েই চলেছেন
নিজেকে বাঁচিয়ে
কখনও বা একটু-জোরে, আবার
কখনও একটু আস্তে ধীরে-সুস্থে
মাঝে মাঝে খসে পড়ছে পাতা


হলুদ হয়ে গিয়ে, আর শুকিয়ে


মৃত্তিকা, কেঁপে উঠছে বাষ্পময়
দেখছিনা দামাল ছেলেদের দল
ইউরোপীয় কালচারে' বন্দি শিশু
হয়তো বা K.Gতে
সোশ্যালজালে জড়িয়ে
হয়ত নাদুস মম ব্যস্ত আপন জাহিরে।
প্রচণ্ড রোদ্দুর শুকিয়ে যাচ্ছে পানি
দুর থেকে ভেসে আসছে, কারা কাঁদছে যেন!


×××21.03.2018-ধুলিয়ান-01:20PM×××