- মণি জুয়েল(Moni Jewel)


রাত এখন প্রায় মাঝের দিকে, L.E.D'র  আলোয়
কোথাও অমানিশার ঘুটঘুটে আঁধার নেই
ঝকমক করছে সারা ঘর। ভোল্টেজ ২২০' প্রায়
অথচ আমার বাড়ির পেছন দিকেই
দীর্ঘদমে বেজে যাচ্ছে ঝিঝির ডাক সুরে সুরে,
আমি শুনছি কুর কুর...কুর কুর...
ওহহো্...আচ্ছা আচ্ছা
তাহলে ঘর আলো হয়ে গেলে বাহির আঁধার


না কি, না কি আরও ইয়ে ইয়ে কত কি কি!


ধুর ছাই এ সব ভেবে আমার তিল লাভ নাই
তার চেয়ে আমি বরং
বারান্দার পাকাবাল্বের আলোয়
দেখতে থাকি-কতগুলো পতঙ্গ উড়ে বসলো!
অষ্টপদ জালে আঁটকে থাকা জীবন
আমায় ব্যাখ্যা করতে বোলো না, অত জানি না
ব্যাখ্যাতীত এই সব নিছকই কল্পনা মাত্র!
বাইরে ফকিরটি গান গাইছে, ঘুমের ডিস্টার্ব করে!


#অকবিতার_উদাহরণ(৪)