- মণি জুয়েল(Moni Jewel)


দ্বিপ্রহর গড়িয়ে চলেছে, এখন, দুই'টা সতেরো।
ফাঁকা বাড়ি, আর আমি একা
যেন মৃত্যু উপত্যকা
কোথাও কোনও সাড়া শব্দ নেই বেশ আছি!
ফেলে আসা, আজকের-অতীত, দিনগুলো
ভাসছে হেমন্তের রৌদ্রে ।
স্নানের পরে, ভেজা-পোষাকগুলো এক্ষুণি
হয়তো মেলে দিতে ছাদে আসবে সমাপ্তি


পিপাসার্ত শরীরে সম্ভোগ তৃষ্ণা জাগিয়ে২


ভেসে আসবে, ভেজা ভেজা পরণের-গন্ধ
রোদেলা আকাশের উড়ন্ত চিলের মতোন
উড়তে থাকবে লাল ব্রা'
আমায় ভাসিয়ে দিয়ে ভবিষ্যৎ'র কল্পনায়
হয়তো দেখেও নেবো আড়াল কিছুটা চেঞ্জ!
কিন্তু তবুও তখনও
কখনই মিলনসুখের কি তা'!
কই, ১৭ কিম্বা ৪৭ কেউই খুলে দেয়নি দরজা!


***09.11.17-Dhuliyan-01:17PM***