- মণি জুয়েল(Moni Jewel)


সব থেমে আছে, বাতাসও এখন বয়ছে না তেমন
সবুজ বাঁশপাতা, আমপাতা, নিমপাতা'গুলোও
কেমন-ই... যেন!
বিবর্ণ দেখাচ্ছে, ধুলো জমে জমে, পেকে
ফুটো ফুটো হয়ে গেছে শিমের পাতারা
সময়ের_অসময়ে সবুজ হলুদ এখন
না সাদা না নীল আকাশে
ধূর্ত চিল দৃশ্যত উদার ডানা মেলে
শিকারের_কামনায়...


নিচে বহাল বেজীদের টহল২


ঘরোয়া পাখিগুলো
ভীত ভীত চোখে, ভগ্ন ঘুলঘুলিতে!
কে জানে কাকে ফের কে
তুলে নেয় কখন, বেজিতে/ চিলেতে!
শুকিয়েছে মায়া মাখা নারকেলে পাতা
হয়ত বজ্রপাতে কিম্বা সময়ের প্রতিঘাতে
কোনো দোল নেই
যেন থেমে আছে আপাত সব, সম্ভাবনা তবুও
নতুন গজানো রক্ত পত্রে। কাল ফেরও সবুজ হবে


××× 03.02.2018- Dhuliyan -12:05PM ×××