এখন নয়তো তখন
- মণি জুয়েল(Moni Jewel)


মাঝে মাঝেই গুমোট হয়ে উঠছে আকাশ বাতাস
সজোরে মাটি ফাটিয়ে
কখনও কখনও ঝরেও পড়ছে দুয়েকফোঁটা
আর তারই জেরে গরম বাড়ছে বৈ কমছে
কৈ?
চুঁইয়ে পড়ছে সিন্ধু বিন্দু বিন্দু ঘাম হয়ে
লাল-পাতা'গুলো কয়'দিন সবুজ-স্বপ্নে
মাতাল' করে রেখেছিলো, ঝরে পড়ে
ঝাইটন' হয়ে ছাই হওয়ার প্রতিক্ষায়
পড়ে আছে গেরুয়া-মৃত্তিকার বুকে!


নির্লজ্জের মতোন হেলদোল নেই২

অতঃপর..উবে যাবে এও একদিন!
কালবৈশাখে যেমন খুটো উড়ে যায়
ফাঁঙড়ি ভাঙে, কাঁচা-আম' ঝরে পড়ে
তেমন'ই কিছু তাজা-প্রান ঝরলে তবে
বুকে বেঁধে নিরব আন্দোলন বয়ছে নদী
ওই..
তুফান' উঠলেই তুলকালাম, যেন কাঁপছে
কখনও কখনও ঝরেও পড়ছে দুয়েকফোঁটা
সাদা বালি ফাটিয়ে
নিশ্চয়ই ভেজাবে, কালো হয়েই আসছে আকাশ।


×××08.05.2018-ধুলিয়ান-02:20PM×××