- মণি জুয়েল(Moni Jewel)


অতঃপর...নিভে গেছে এখন, দিনের সব আলো।
জঙ্গলের মশাগুলো গেয়েই চলেছে,একটা'ই সুর
গুনগুন গুনগুন এক সুরে!
প্রতিটি ঘরের কোণেই প্রায় ভাসছে-
ম্যাজিক পেপারের গন্ধ, পোড়া-মর্টিনের ধোঁয়া।
অব্যাহত সেই প্রয়াস, বৈদুতিন লিক্যুইয়িডেও।
ঘায়েল করে, কাত করে দিয়ে বিষদ মশাদের
থেকে নিজে বাঁচিয়ে নিতে।
তারপরও শুধুই মৃত্যু, চারিদিকে মৃত্যুর গন্ধে!


রাজত্ব চলছে, জঙ্গলপ্রেমী বিষাক্ত মশাদের।


ছোটাছুটি শুরু হয়ে গেছে, ভাদ্রের কুকুরদের!
সাঁঝ থেকে সারারাত ভোর।
টল মল জীবন এখন, জলাতঙ্ক, ডেঙ্গুর মাঝে!
কোন দিকে যাবে সভ্যতা, শঙ্খ'করাত ঝুলছে!
একদিকে কুকুরের কামড়, অন্যদিকে মশকের।
কাঁপছে সারা পাড়া মৃত্যুর আতঙ্কে।
জীবন ঝরছে একে একে!
রক্তাক্ত অমানিশা, ঘনিয়ে চলেছে আরো আরো
জীবন বাঁচাতে মশারির তলে বন্দি, ত্রস্ত সভ্যতা।


****24.09.2017 - ধুলিয়ান - 06:30 PM****