- মণি জুয়েল(Moni Jewel)


দুপুরের আলোর তীক্ষ্ণতা এখন অনেকটা কমেছে,
ঘুলঘুলির আলোতে মায়া মাখানো যেন!
তুমি ফকির, আমি ফকির, ফকির সারা দুনিয়া
যাওয়া আসা, আসা যাওয়া দেখ মন, ভাবিয়া
প্রায় এমনই কথার একটা গান
ভেসে আসছিলো দক্ষিণ দিকের মাঠ থেকে,
হয়তো কোনো দিনমজুর
শুনছিলো, একমনে নিড়াইতে নিড়াইতে।


কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না, যদিও


তবুও সে সুর কেমন'ই যেন মন খারাপে
আচ্ছন্ন, বিভোর, আতুর!
জানালায় বসে দেখছি পথিকের হেরাফেরি,
সে সুরে গেঁথে অন্তঃ কথাগুলো।
হাঁকছে জগৎ মহারণ পাড়ার চায়ের দোকানে!
চুপচাপ বসে থেকে থেকে পকেটের শেষ দশটি
টাকায় দোকানের সব লেনদেন মিটিয়ে
হাঁটতে হাঁটতে মিলিয়ে গেলো ছেলেটি পান্থ ভিড়ে।


****31.08.2017- ধুলিয়ান - 05:00PM****