- মণি জুয়েল(Moni Jewel)


লিখছি না কিছুই, ভাবছি, ভাবতে ভালো লাগছে
শুধু ভেবেই যাচ্ছি...
স্বাদের দম কমে যাবে যদি লিখে টিখে দিই
ঝাঁঝ কমে যাবে ছিপি খুলে দিলেই


মা'র হাতের সরষে বাঁটা ইলিশ
বউয়ের সকালবেলার ঘুম ভাঙানী চুমু
অসমবয়সী পরকীয়াপ্রেমের বিভোর সিক্ততা


এসব বলতে নেই,আমিও বলছি না,শুধু ভাবছি


লিখছি না কিছুই, ভাবছি শুধু তোমাকে নিয়ে!
তোমায় আমি আঁকতে চাই না কবিতায়
গেয়ে নিতে চাই না কথার সুরে।


সতিচ্ছদা ছেঁড়া ব্যথার সুখের মতো
আমার প্রথম বীর্যপাতে তলপেটে কি যেন
খসে যাওয়ার মতো
চিরদিন মনে রেখে দিতে চাই, যা সবার অন্তরালে!


থেকে যাক না কিছু কথা কিছু সুখ আর কিছু ব্যথা
অপ্রকাশিত, অজ্ঞাত
সব কি বলে দিতে হয়, না কি বলা যায়?
সত্যের প্রমান কি কোনো আদৌ?


সত্যতা গভীর হয়ে গেলে বেশী
গূঢ়তা বাড়ে বটেই। কিন্তু কতজন সাক্ষি?
অন্ধের বাজারে চশমা বেচে ফিরে গেছে ওরা


আমিও কিছু লিখছি না, চোখ বুঁজে শুধু ভাবছি


বিধবা রমণীর মাখোমাখো কামউষ্ণ মধ্যরাত,
গাম্ছার ফাঁসে ঝুলে থাকা কৃষকের চোখ,
বৈশ্যা ওই যুবতির দাঁড়িয়ে থাকা।


লিখে দিলেই আমি মণি জুয়েল
মানে কবিটবি রত্ন মাণিক আরো ইত্যাদি
কামিনীর কামরস!
তবু ওদের বিলোতে চাই না,বেঁচে থাক অন্তরালে


****11.06.2017-Dhuliyan-02:30AM****