- মণি জুয়েল(Moni Jewel)


সারা দেশ, সারা সমাজ পন্ডিতে ভরে গেছে।
মতামতের শেষই নেই, মনের বড়ই অভাব,
এখন তখন সারাক্ষণ!
যদিও পাণ্ডিত্যের জো..র হুল্লোড়-
কারা মার্ক্সিস্ট, কারা ধর্মে, কারা বিজ্ঞান।
অথচ কেউ একজনও যে, পথ দেখাবে,
তাদের কেউ একজনও যে গড়ে দেবে...


পাগল প্রায় দিিশেহারা একটি জাতি


ছুটে চলেছে মরুভূমে, মরিচীকা পানে!
কারো কলমে,কারো হাতে জীবনী নেই
অথচ শোরগোল, নিয়মের অবসান চায়,
নিয়মের ছাই ফের নিয়মই চায়!
অনুকরণাসক্ত জাতি-
কতরাত আর স্বপ্নে দেখবে সকাল, স্বপ্নের?
ঘুম ভাঙবে কবে, জেগে উঠবে সত্যি আদৌ!


***27.08.2017-ধুলিয়ান-06:15PM***