- মণি জুয়েল(Moni Jewel)


ওই বাঙালী বউ, ওই বাঙালী নারী
ও তার নাদুস রূপেতে, আমি মনে মনে পুড়ি
কপালের লাল টিপ, ও হাসি মিটমিট
আমায় কবি হতে কয়...


ওই দোলদোলানো গাল, যেন গোলাপ লাল
গমের মতন রঙ, ঢেউ খেলানো ঢঙ
ফোলা ঠোঁটে হাসে, মুচকি ভালোবেসে
এ মন করে সে চোরায়...


সোহাগ সোহাগ চাওয়া, নিম পাতার হাওয়া
আঁচলখানি উড়ায়,বোবা মুখে চায়
ও নদীর মতো বাঁকে, চুপিচুপি ডেকে
জলেতে'ই মন ভাসায়...


ওই বাঙালী নারী ফুলও যেন কুঁড়ি
ও তার মাদক সুবাসে-কত ভ্রমর ঘোরোঘুরি
আড়াল আড়াল ভাব, রমনীয় স্বভাব
কথা, কবিতা হয়ে যায়...


***12.03.17-ধুলিয়ান-বিকেল04:40***