- মণি জুয়েল(Moni Jewel)


আপেল বোঝায় গাড়ি'টির চাকা ৮৮ বছর ধরে
অনবরত, চলতেই আছে, মানে ঘুরেই চলেছে
উদার-বক্ষের উপরে
দুইচাকা ঘুরিয়ে পর্দা তুলে কিম্বা ঢেকে দিয়ে
সুচনা হয়েছিলো যে যাত্রার।
তারপর, দক্ষিণ-দিকে'র ঘাড়ে ভারে
অতঃপর...সাম্যের বড় বিপ্লবী আয়োজনে
মানে
দুই দিকেরই ঘাড়ে, সমান ভার ঢেলে
চলতে চলতে...সভ্যতা এগিয়েই চলেছে


একদা সংস্কৃতে পড়েছিলাম- চেঞ্জও চক্র
বাট্ সে সব কেচ্ছা হয়তো এ চাকায়!
নেই।
ঘুরতে ঘুরতে উত্তপ্ত এ' চাকা ভয়াল এখন
গড়তে চায়, পিষে যেতে চায় আরো...
জনপদ। জান বিপন্ন এখন!
সেই মুখবন্ধটি, ভাসছে প্রতিমুহুর্তের বাতাসে
পুঁজি কথা বলে তন্ত্রে"
শুধু গনতন্ত্রেই নয়, শ্, ওহ্ ডিয়ার, রূপে, রঙে
সকলতন্ত্রে গড়নের বদলে চাকা গড়তেই থাকে...


****28.10.17-ধুলিয়ান- 1:25PM****