- মণি জুয়েল(Moni Jewel)


একবার কাছে এসে দেখো মন ছুঁয়ে দেখো
আমার এ আমি' কে, আমাকে ছুঁয়ে দেখো
আমার শরীর, আমার বক্ষ, অধর-অন্তর।
নামতেই থাকো অনুক্রম ক্রমে
আরও নিচে, আরও নিচে, আরও নিচে
নামতে থাকো, বসে পড়ো হাঁটু গেড়ে


আঃ না আমি আর ভাবতে পারছি না


আমায় ঢলে পড়তে দাও আলিঙ্গনে


প্রণয়ী কন্ধর বরাবর আমার ওষ্ঠাধর!


আমায় মিশে যেতে দাও, নীল অঞ্জনা'
তোমার নীল-কুহরের রহস্যময় রহস্যে
আরো ভেতরে আরো গভীরে...
মিশে যাও তুমিও, বন্ধ হয়ে যাক দু-চোখ
রুদ্ধ হয়ে যাক দ্বার, থেমে যাক সব সৃষ্টিরা
নিজে ভাসতে দেখি, তোমায় ভাসতে দেখি!


****12.11.17-ধুলিয়ান-03:05AM****