- মণি জুয়েল(Moni Jewel)


সঙ্গীহীন দুপুর গড়িয়ে চলেছে বিকেলের পথে,
আম, জাম, কাঁঠালের পাতায়
খেলে যাওয়া কোমস-রোদ দেখতে দেখতে,
অস্পষ্ট একটা শীতলতা
মাখানো নীলশুভ্রতার এ' শারদীয় বাতাসে!
শুনতে পাচ্ছি, ভেসে আসছে অনেকক্ষণ-
থুপ থুপ... থুপ থুপ...
কাপড় কাঁচছে পাড়ার বউটি।
এগিয়েই চলেছে সভ্যতা যন্ত্রের চাকায়
-
বুকে আঁকড়ে ধরে নিজেকে মেলে ধরা
নিরুদ্বেগ নির্বিকার পিচরোডে
ঝিলমিল ঝিলমিল
মরিচীকার দিশেহারা পিপাসার্ত ও' বুকে!
শুনতে পাচ্ছি কান্না, তৃষ্ণার, উদোম ভাজে!
ভেজা শরীরের আড়ালে
আজন্ম জমে থাকা পিপাসা দেখতে দেখতে
কপালের ভাঁজে, ঘেমো গলায়
স্নিগ্ধ বিকেল গড়িয়ে চলেছে শিশিরে ভিজতে!


****30.08.2017 -ধুলিয়ান- 02:15PM****