- মণি জুয়েল(Moni Jewel)


ব্রাক্ষ্মণ্যের ছায়া যে পথে গিয়েছে
বিকৃত হয়েছে সে পথ ছায়ার মতোই
কেউ মনে করলে'ই পারে না যে, সে সুসংস্কৃত
অথবা
মন থেকে উবেই গেছে কল্প, গল্প, ব্রাক্ষ্মণ্যবাদ।
অত সহজেই এ মন মোছে না কিছু'ই
ঠিক যেমন পয়স্বীনি বাঁক বদলেও...


সেই ট্রাডিশন সমানে চলছে


ঠিক ধারাবাহিকভাবেই কলায়, কৌশল, ছলে বলে।


আজও গৌতমের উত্তরসুরি,
কোনও কবি, গল্পকার ঔপন্যাসিক
কিছুটা এগিয়ে গেলেই রেঃরেঃ পড়ে যায়


কু আচারে শুরু হয়ে যায় গল্পের সমাহার-
"বেদে'র মেয়ে জোছনা'ও অস্কার"।
ঠিক এরাই মনু'র উত্তরসুরী,


মনে আনমনে। অবচেতনে কখন সেই থেকে গেছে!


সেই ট্রাডিশন সমানে চলছে ।


এরাই একদিন অবতার মেনে নিয়ে
রচেছিলো কাঁচাল,'শয়তানের অবতার'!
ইতিহাস কথা বলে,দেখো শুনে দুইকান পেতে
আরও-
বর্ণের সুবর্ণময় কথ্য! কবি রুইদাস মনে পড়ে?
সে-ই ট্রাডিশন আজও চলছে সমানে!
শুনছো, হু, ওই দিকে কে যেন ফের...


****03.05.17-Dhuliyan-02:40AM****