- মণি জুয়েল(Moni Jewel)


আলতো বাতাসে দুলছে সজনে পাতাগুলো।
পাশের ছাদে খোলাচুলে পড়শি বৌ'টি
দুর থেকে ভেসে আসা গানের-
তালে কি যেন ভাবছেন!
বিকেলের ঘুম থেকে সদ্য জাগা পিঠের দাগ
রেলিংএ ভার দেওয়া বাহু, শুভ্র উদর,
খোলা চুল, আর তার গন্ধে-


আমি ভাসছি, ভেসেই যাচ্ছে-
ঘনমেঘ হয়ে জমে থাকা কথাগুলো।
গুমোট এক ভাবে, ভিজে যাচ্ছে চুলের-ডগা।


ওহ্ বৃষ্টি ঝরে পড়ো না, ভিজে যাক না মাটি।
খুঁজে পাক সুর জমে থাকা কথা'রা।
ভাসছে, শুধু'ই ভেসে' যাচ্ছে...
/
দাও না উড়তে খোলো চুল,
ঝরে পড়ুক সকল হলদে পাতাগুলো,
ভিজতে দাও ছন্দময় বৃষ্টির বিন্দুতে বিন্দুতে!
হয়েই যাক না পরকীয়া-
কাব্য-কথা আর রিমঝিম সুরে।
দেখতে পাচ্ছি চুইয়ে পড়া পিঠের ঘামে
খেলে যাচ্ছে মাঝে মাঝে জীবনের ঝলকানি।


****01.08.2017-ধুলিয়ান-05:30PM****