- মণি জুয়েল(Moni Jewel)


কাকে যে কখন, কিভাবে, ভালো লেগে যায়,
কাকে যে কখন, এ-ই মন, মনে গেঁথে নেয়
তারপর...মন সেই উচাটন, সন্ধানী_ভ্রমন
কর্মে অবসরে, খুঁজে'ই ফেরে কর্মহীনতায়
কেউ যায়, কেউ' আসে, আসার_আশায়
চেয়েই থাকি পথ কে না কে এসেই যায়
তবওু মনে খুব গোপনে সে' থেকে যায়
এসেছিলো যে, একদিন খুবই গোপনে


ঝরে যেতে থাকে পর্ণ কাঁপতে কাঁপতে


হলুদ হয়ে হায়!শেষে সব'ই খসে যায়


অতঃপর বসন্ত আসে দক্ষিণা বাতাসে
সেজে ওঠে ফের গুটি'ফলে এবং ফুলে
তবুও কি ভুলতে পারি স্মৃতিগুলো সারি
কত ভাবে কিম্বা স্বভাবে সে'ই এসে যায়
তবুও আমি নতুনগন্ধে, নেশা নেশা সাঁঝে
ভাসতে ভাসতে, ফাল্গুনে'র নীল-জোছনায়
মিশে যেতে থাকি নিশি'কন্যার মোহময়তায়
গোপনে তবু তাকে লাগা ভালো থেকেই যায়।


****20.01.2018-ধুলিয়ান-12:40AM****